Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

সিরাজগঞ্জে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

আকাশে রোদ দেখা গেলেও বছরের সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যাচ্ছে সিরাজগঞ্জে। মঙ্গলবার সকাল ৯টায় বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে, জেলা জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মঙ্গলবারও জেলার সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এর আগে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সোমবার দুদিনের ছুটি ঘোষণা করা হয়।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এ এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ায় উচ্চচাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। রোদ উঠলেও জানুয়ারি মাসজুড়েই এমন শীত অব্যাহত থাকতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে এদিন সকালে আকাশে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় ব্যাপক শীত অনুভূত হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন তাদের অনেকেই।

তবে সদর উপজেলার গুপিরপাড়া গ্রামের কৃষক হাবিবুল ইসলাম লিটন জানান, আকাশে রোদ উঠলেও ব্যাপক ঠান্ডায় অবস্থা কাহিল। মাঠে কাজে যাওয়াতো দূরে থাক বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক বিদ্যালয় আজকেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দাপ্তরিক কাজকর্ম অব্যাহত থাকবে। বুধবার আবহাওয়ায় আপডেট জেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবহাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম