Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে শীতের তীব্রতা অপরিবর্তিত, বিদ্যালয়ে পাঠদান বন্ধ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম

জয়পুরহাটে শীতের তীব্রতা অপরিবর্তিত, বিদ্যালয়ে পাঠদান বন্ধ

জয়পুরহাট জেলা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট শীত ও ঠাণ্ডা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার সকালে সূর্যের দেখা মিললেও রৌদ্রের প্রখরতা না থাকায় তাপমাত্রার তেমন একটা হেরফের (কমবেশি) হয়নি, এতটুকুও কমেনি ঠান্ডা ও শীত।

এদিকে ঘন কুয়াশা ও উত্তুরে তীব্র হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়ায় দ্বিতীয় দফায় নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার প্রথম দিনের মতো জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল,  বুধবারও বন্ধ থাকবে।

গত সোমবার জেলার তাপমাত্রা অপরিবর্তিত অর্থাৎ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় দ্বিতীয় দফায় মঙ্গল ও বুধবার জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা দেওয়া হয়েছিল।

জয়পুরহাট জেলায় নিজস্ব আবহাওয়া অফিস নেই। তবে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবহাওয়া অফিসের তথ্যানুসারে, প্রথম দফায় গত রোববার জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

আবহাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম