বন্ড সুবিধায় আনা দেড় কোটি টাকার কাপড় উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি বন্দর পশ্চিম বিভাগের স্পেশাল টিম বৃহস্পতিবার গভীর রাতে বন্ড সুবিধায় আনা ২৩৩ রোল কাপড় উদ্ধার করেছে। এসব কাপড় তৈরি পোশাক কারখানায় না নিয়ে অন্যত্র পাচার করা হচ্ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ সময় দুটি কাভার্ডভ্যানসহ চোর চক্রের মো. বাহাদুর (২৬) ও মো. আলী জোহার (২৪) নামের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা বন্দর পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ইপিজেড কেন্দ্রিক একটি চক্র বন্ড সুবিধায় আনা কাপড়ের রোল পাচারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের স্পেশাল টিম বৃহস্পতিবার রাত দেড়টায় অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দর থানা এলাকার নতুন পোর্ট মার্কেটের বিপরীত ময়লার ডিপোর সঙ্গে রাস্তার ওপর থেকে কাভার্ডভ্যানসহ ২৩৩ রোল কাপড় উদ্ধার করা হয়েছে। হাতেনাতে ধরা হয়েছে চক্রের দুই সদস্যকে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমদানি করা এসব কাপড়ের রোল বন্দর থেকে বের করে নগরীর টেরীবাজার ও ঢাকার বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেন বলে স্বীকার করেছেন। তাদের সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চলমান থাকবে বলেও জানালেন উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।
