অসহায়দের জন্য কাজ করছে জারা মাহবুবের ‘হেল্প চাঁপাই’
মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হাড় কাঁপানো তীব্র শীতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘হেল্প চাঁপাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর, মনাকষা, বিরামপুর মরদনা, দুর্লভপুর, মোবারকপুর, শাহবাজপুর ও ঘোড়াপাখিয়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬শ দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
স্বেচ্ছসেবী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব। তিনি চার বছর আগে গড়ে তোলেন ‘হেল্প চাঁপাই’ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
২০২০ সালে করোনা মহামারির সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, মাস্কসহ নানান চিকিৎসাসামগ্রী সহায়তা প্রদান করেন। এ ছাড়া মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আইভারমেকটিন বিতরণ করা হয়। শুধু তাই নয়, বন্যাদুর্গত পরিবারের মাঝে খাবার বিতরণ ও বিষুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ, বৃদ্ধাশ্রমে খাবার, কাপড় ও হুইল চেয়ার প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণে সহযোগিতায় ছিলেন ‘হেল্প চাঁপাই’-এর সাধারণ সম্পাদক জিলহাজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নিশানুর রহমানসহ অন্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জারা জাবীন মাহবুব বলেন, শিবগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে আমরা নিঃস্বার্থ কাজ করে করছি। আমাদের সংগঠন ‘হেল্প চাঁপাই’ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে।
তিনি জানান, মানবিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে হেল্প চাঁপাই। প্রচার নয়, সাধারণ মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই এই কাজগুলো করছি এবং ভবিষ্যতেও করতে চাই।
