২৫ বছরে যুগান্তর, গৌরীপুরে সাংস্কৃতিক উৎসব
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের ২৫ বছরে পর্দাপণ উপলক্ষ্যে গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার স্বজন সমাবেশ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথি ছিলেন বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান লাকী, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা রূপা, মাহমুদা আক্তার লিপি, নার্গিস আক্তার, ইসরাত জাহান রেখা, তায়্যিবা জামান রায়না, শামীম আনোয়ার ও তাসাদদুল করিম।
সঙ্গীত পরিবেশন করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সায়মা-সাহাব কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক কামরুজ্জামান স্বপন। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী তাসপিয়া জামান রাইমা ও রোদেলা।
