জিন তাড়ানোর নামে শিশুকে পিটিয়ে হত্যা, কবিরাজ গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চরফ্যাশনে জিন তাড়ানোর নামে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাত বছর বয়সি ওমর ফারুক উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. কামাল খাঁর ছেলে। গ্রেফতার কবিরাজের নাম তাসলিমা বেগম। তিনি রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল জব্বার হাওলাদারের স্ত্রী। নিহতের বাবা কামাল খাঁ বলেন, ‘ওমর ফারুক কয়েকদিন ধরে অসুস্থ ছিল। সে আবোলতাবোল কথা বলত। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে কবিরাজ তাসলিমা বেগমের কাছে তাকে নেওয়া হলে তিনি জানান, তার সঙ্গে জিন রয়েছে, এজন্য সে আবোলতাবোল কথা বলছে। তার শরীর থেকে জিন তাড়াতে হবে। এরপর ঘরের অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে জিন তাড়ানোর নামে বেধড়ক মারধর করে। তখন কবিরাজের নির্যাতনে ছেলে চিৎকার শুরু করে। একপর্যায়ে কবিরাজ আমার ছেলের বুকের ওপর পা ও গলায় হাত দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়।’
শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটি বাবার মামলায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
