Logo
Logo
×

সারাদেশ

বাগাতিপাড়ায় সেই ৪০ পরিবার পাচ্ছেন আশ্রয়ণের ঘর

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম

বাগাতিপাড়ায় সেই ৪০ পরিবার পাচ্ছেন আশ্রয়ণের ঘর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর আবাসন প্রকল্পের সেই ৪০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর। দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল আবাসন প্রকল্পের এসব ঘরগুলো। সম্প্রতি একই স্থানে তাদের জন্য নতুন ঘর নির্মাণকাজ শুরু হয়েছে।

জানা গেছে, উপজেলার সালাইনগর আবাসন প্রকল্প দীর্ঘদিন সংস্কার না করায় জীর্ণ ঘরের টিনের চালা দিয়ে পানি পড়ত। বৃষ্টির রাতে জেগে কাটাতে হতো বসবাসকারীদের। এনিয়ে গত বছরের ২১ মে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই আবাসন প্রকল্পটিকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নিয়ে ওই স্থানে নতুন করে গৃহ নির্মাণের প্রকল্প পাস হয়। অবশেষে সেখানে কাজ শুরু হয়েছে।

নির্মাণাধীন গৃহে সুবিধাভোগীরা ২ শতাংশ জমির সঙ্গে দুটি শয়ন কক্ষ, রান্না ঘর ও টয়লেটসহ বাড়ি পাবেন। এর আগে আবাসনের ঘরগুলোর মেঝে মাটি দিয়ে তৈরি এবং ঘরের কিনারা ইট দিয়ে পাকা করা ছিল। আর বেড়া ও চালে টিন ব্যবহার করা হয়েছিল। আবাসনের সভাপতি বাবলুর রহমান জানান, পাকা ঘর নির্মাণ হওয়ায় কষ্ট লাঘবে তাদের সবাই খুশি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম