Logo
Logo
×

সারাদেশ

কালবৈশাখী ঝড়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম

কালবৈশাখী ঝড়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. লেবই মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার গৌড়করণ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে গৌড়করণ গ্রামে বৈদ্যুতিক লাইন বোরো ধানখেতে ছিঁড়ে পড়ে। সকালে ওই গ্রামের মো. লেবই মিয়া (৭০) গরুর ঘাস কাটার জন্য গেলে অসাবধানতাবশত ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৌলভীবাজার কালবৈশাখী ঝড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম