Logo
Logo
×

সারাদেশ

অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১২:১৯ পিএম

অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর

সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

শুক্রবার সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের এ ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের পর থেকেই উদ্ধার অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ম্যানেজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম