Logo
Logo
×

সারাদেশ

মেয়রের উদ্যোগে ৬৯০ টাকায় গরুর মাংস বিক্রি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পিএম

মেয়রের উদ্যোগে ৬৯০ টাকায় গরুর মাংস বিক্রি

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। প্রথম দিনই ১০টি গরু জবাই হয়। শনিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত মেয়রের বাসভবনের সামনেই এ মাংস বিক্রি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন লাইন ধরে মাংস কেনেন। একেকজন তিন কেজি করে মাংস কিনতে পারবেন। রোববারও একই স্থানে একই দরে মাংস বিক্রি হবে। 

মাংস কিনতে আসা আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক ও মো. ইয়াছিন জানান, লক্ষ্মীপুর বাজারে ৯০০ টাকা দরে গরুর মাংস বিক্রি হয়; যা কেনা তাদের জন্য অসাধ্য। ২১০ টাকা কমে ৬৯০ টাকায় মেয়রের উদ্যোগে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এজন্য গরুর মাংস নিতে এসেছেন তারা। সবশেষ তাদের ঘরে কুরবানির ঈদে গরুর মাংস রান্না হয়েছে। মেয়রের প্রশংসনীয় উদ্যোগের কারণে এ রোজার ঈদে তাদের সন্তানরা গরুর মাংস খেতে পারবে। 

মেয়র মাসুম জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গ্রিন ক্যাবল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী।

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাজারে গরুর মাংসের দাম বেশি। এজন্য নিম্নআয়ের মানুষজন মাংস কিনতে পারছেন না। শুনেছি মুরগির দামও বেড়েছে। কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর। নিম্নআয়ের মানুষের কথা ভেবে দুই দিনব্যাপী সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি। একেকজন ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন।

মেয়র গরু মাংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম