Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পিএম

ছোট ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত

শেরপুরের নকলায় ছোট ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন (৫৫) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্ব টালকী গ্রামে এ ঘটনা ঘটে। মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, মোরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাতো ভাই জালাল উদ্দিনের (বয়সে ছোট) সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে আজ সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সঙ্গে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্রসহ বাড়িতে প্রবেশ নিয়ে জালালের বউ মাজেদা বেগমের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায় লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করেন। মোরাদ মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুসি বেগমকে আটক করেছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, টাকলী ইউনিয়নের পূর্ব টালকী গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আঘাতে মোরাদ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে আটক করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভাসু নিহত শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম