মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলার সময় মাহিয়া আক্তার (১৭) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে সদর উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
মাহিয়া আক্তার সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
মাদ্রাসার শিক্ষক শারমিন আক্তার জানান, সকালে মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
