Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সিদ্ধান্ত অমান্য করে নাগরপুরে মনোনয়ন জমা দিলেন ছামাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০২ মে ২০২৪, ১০:৫৮ পিএম

বিএনপির সিদ্ধান্ত অমান্য করে নাগরপুরে মনোনয়ন জমা দিলেন ছামাদ

টাঙ্গাইলে তৃতীয় ধাপের নির্বাচনে নাগরপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আব্দুস ছামাদ মনোনয়নপত্র জমা দিয়েছেনে। বৃহস্পতিবার দলীয় নির্দেশনা অমান্য করে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

আব্দুস ছামাদ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। এছাড়াও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান চারবার নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করেছেন।

আব্দুস ছামাদ ছাড়াও চেয়ারম্যান পদে আরও দুইজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে আব্দুস ছামাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম