Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রী-ওবায়দুল কাদের-একরামুলকে বিজয় উৎসর্গ করলেন শাবাব চৌধুরী

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৯:১৯ পিএম

প্রধানমন্ত্রী-ওবায়দুল কাদের-একরামুলকে বিজয় উৎসর্গ করলেন শাবাব চৌধুরী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি তার বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার পিতা নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে উৎসর্গ করেছেন।

শাবাব চৌধুরী বলেন, এ বিজয় আমার একা নয়; এ বিজয় আপামর জনতার বিজয়, এ বিজয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বিজয়।

এই প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা একযোগে জননেতা ওবায়দুল কাদের ও আমার পিতা একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে কাজ করে যাব। এই সুবর্ণচর উপজেলাকে একটি উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।

পরাজিত উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমকে শ্রদ্ধা নিবেদন করে শাবাব চৌধুরী বলেন, তিনি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমার মুরুব্বি। আমি আশা করি তিনি আমাকে সহযোগিতা করে এ উপজেলার উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। তিনি তার সমর্থকদের যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে আহবান জানান।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম