প্রধানমন্ত্রী-ওবায়দুল কাদের-একরামুলকে বিজয় উৎসর্গ করলেন শাবাব চৌধুরী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৯:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি তার বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার পিতা নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে উৎসর্গ করেছেন।
শাবাব চৌধুরী বলেন, এ বিজয় আমার একা নয়; এ বিজয় আপামর জনতার বিজয়, এ বিজয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বিজয়।
এই প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা একযোগে জননেতা ওবায়দুল কাদের ও আমার পিতা একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে কাজ করে যাব। এই সুবর্ণচর উপজেলাকে একটি উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।
পরাজিত উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমকে শ্রদ্ধা নিবেদন করে শাবাব চৌধুরী বলেন, তিনি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমার মুরুব্বি। আমি আশা করি তিনি আমাকে সহযোগিতা করে এ উপজেলার উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। তিনি তার সমর্থকদের যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে আহবান জানান।
