|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে মদ খেয়ে মাতলামি করার দায়ে ছয়জনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের ১২শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এ দণ্ড প্রদান করেন। পরে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে মুরাদনগর উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীর ব্রিজের নিচে মদ খেয়ে মাতলামি করে ছয় বখাটে। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলা সদরের রমিজ উদ্দিনের ছেলে কালন, মজিব মিয়ার ছেলে হৃদয় হাসান, রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন, কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া, মৃত মালু মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার।
