Logo
Logo
×

সারাদেশ

এমপির ভাইকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন বায়েজিদ

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০২:২২ পিএম

এমপির ভাইকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন বায়েজিদ

ঘূর্ণিঝড় রেমালের কারণে পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় ধাপের স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন রোববার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে এমপি শামীম শাহনেওয়াজের ভাই রিয়াজ উদ্দিন আহমেদকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন অ্যাডভোকেট বায়েজিদ। 

জানা গেছে, নির্বাচনে উপজেলার ৮৮ ভোটকেন্দ্রের বেসরকারি ফলে ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ খান (দোয়াত-কলম প্রতীক) ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৬৭৮ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত ৪৮ হাজার ৬৬০ ও নারী ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন্নেছা ৪৮ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পিরোজপুর-৩ মঠবাড়িয়ার সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ প্রার্থী হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। ফলে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদের পক্ষে সমর্থন দিয়ে মাঠে নামেন তারা। এতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রলীগের সাবেক নেতা বায়েজিদ আহমেদ ৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আবদুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়ায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
 

এমপি ভাই বায়েজিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম