Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৭:২৯ এএম

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনে ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি। যে এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে একটির সঙ্গে আরেকটি লাগানো অবস্থায় একাধিক বহুতল মার্কেট রয়েছে।

চট্টগ্রামে নারীর তুলনায় অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে ৩টার পর আরও দুটি ইউনিট যুক্ত হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, চলতি বছর ৮ ফেব্রুয়ারি রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার আগুন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম