গাজীপুরে শিশুর ভেতর জন্ম নেওয়া শিশু অপসারণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:৩৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে একটি শিশুর ভেতর জন্ম নেওয়া আরেকটি ‘শিশু’ (ফিটাস ইন ফিটু) অপসারণ করেছেন চিকিৎসকরা।
শনিবার শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জরি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শংকর চন্দ্র দাসের নেতৃত্বে বিরল এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর শিশুটি সুস্থ আছে।
৮ মাস বয়সি শিশুটি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায় এমরান হোসেনের ছেলে আবদুল্লাহ। সে এমরানের প্রথম সন্তান। শিশুটির ফিটাস ইন ফিটু সেক্রোকক্সিসিজায়ায় রিজিওন এরিয়ায় পায়ুপথের সঙ্গে যুক্ত ছিল।
ডা. শংকর চন্দ্র দাস বলেন, ফিটাস ইন ফিটু একটি জন্মগত সমস্যা যা সচরাচর ঘটে না। যা প্রতি পাঁচ লাখ শিশুর জন্মে একটি পাওয়া যেতে পারে। এ হাসপাতালে এমন অস্ত্রোপচার এটিই প্রথম।
শিশুটির পিতা এমরান হোসেন বলেন, শিশুটি গর্ভে থাকার সময় এমন অবস্থা নির্ণয় করা যায়নি। শিশুটি ভ‚মিষ্ঠ হলে পায়ুপথে মাংসের পিণ্ডের মতো দেখা যায়। সহকারী অধ্যাপক শংকর চন্দ্র দাসের শরণাপন্ন হলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের সময় সহযোগী অধ্যাপক ডা. হাবিব সেলিম খাজা, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সামসুল হুদা, সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মইনুল হোসেন চৌধুরীসহ সার্জারি, এনেস্থেসিয়া, আইসিইউ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
