Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সমাবেশে হামলা

নাটোরে ৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৩

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:৪২ এএম

নাটোরে ৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৩

নাটোরে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় থানায় মামলা করেছেন দলের আহ্বায়ক প্রবীণ নেতা শহিদুল ইসলাম বাচ্চুর (৭৫) স্ত্রী সুলতানা পারভীন। 

শনিবার দুপুরে নাটোর থানায় তিনি ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। এ প্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। 

সুলতানা পারভীন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার নাটোরের সমাবেশে সভাপতিত্ব করার জন্য তার স্বামী শহিদুল ইসলাম বাচ্চু দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। 
শহিদুল ইসলাম বাচ্চুকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। এরপর বিএনপির সমাবেশে গিয়ে পুনরায় তারা হামলা করে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের হাত ভেঙে দেয়। 

এ ঘটনায় আরও সাতজন আহত হয়। আহতদের মধ্যে সাব্বির আহম্মেদ চপলের মাথায় ২১টি সেলাই দিতে হয়েছে। শহিদুল ইসলাম বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলার পর এজাহারভুক্ত সবুজ, রাসু ও রানা নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। 

বিএনপি সমাবেশ হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম