Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় সাবেক এমপি-আ.লীগ নেতার ছেলেসহ ৬শ জনের বিরুদ্ধে মামলা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৪৮ পিএম

গাইবান্ধায় সাবেক এমপি-আ.লীগ নেতার ছেলেসহ ৬শ জনের বিরুদ্ধে মামলা

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের সময় গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সাবেক এমপি, আওয়ামী লীগ নেতার ছেলেসহ ৬শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ছাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। এছাড়া ১৭ জুলাই ৪৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৪০০ জনের নামে আরও একটি মামলা করে পুলিশ।

এসব মামলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনের মহাজোটের প্রার্থী সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের ছেলে সিজান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিককে আসামি করা হয়েছে। দুজনেই জ্বালাও-পোড়াওসহ সব ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

সাধারণ শিক্ষার্থীরা ১৭ জুলাই জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেটে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজিত হয়ে যায় তারা। 
কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পালটা ধাওয়া হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। একপর্যায়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এসএম মামুন বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

কোটাবিরোধী আন্দোলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম