Logo
Logo
×

সারাদেশ

গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা জুনেল চাকমা নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে। হত্যার জন্য জেএসএস এমএন লারমাপন্থিদের দায়ী করেছে ইউপিডিএফ। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত রঞ্জন চাকমার ছেলে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সকালে কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী অর্তকিত গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএস এম এন লারমার কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা। 

দীঘিনালা থানার ওসি নুরুল হক বলেন, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি।  আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। 

গুলি ইউপিডিএফ নেতা হত্যা  খাগড়াছড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম