ঠাকুরগাঁওয়ে কোটাবিরোধী ছাত্রদের অভিনব প্রতিবাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এক অভিনব প্রতিবাদ করেছেন। কোটা সংস্কারের আন্দোলনে হতাহতের ঘটনায় দোষীদের বিচার হোক সৃষ্টিকর্তার কাছে- এই প্রার্থনা করেছেন তারা।
বিক্ষোভের একপর্যায়ে জোহরের আজান হয়। ওই সময় আন্দোলন ছেড়ে বিক্ষোভকারীরা আদালতের সামনের সড়কে দাঁড়িয়ে নামাজ পড়ে দোষীদের শাস্তি হোক এ দোয়া করেন।
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঠাকুরগাঁওয়ের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘোষিত কর্মসূচিতে যোগ দেন।
ব্যস্ততম সড়কে নামাজ পড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। পথচারী গোলাপ হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। জনদুর্ভোগের কথা চিন্তা করা উচিত আন্দোলনকারীদের।
প্রতিবাদী ছাত্র সংগঠক মাহবুবুর রহমান রুবেল বলেন, যেকোনো আন্দোলনে মানুষের দুর্ভোগ হয় এজন্য আমরা দু:খ প্রকাশ করছি। পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলে ছাত্ররা নামাজ পড়ে প্রতিবাদ জানায়।
৯ দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ঠাকুরগাঁও আদালত ও পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের কোকিল প্রাইমারি স্কুল ও পৌরসভার মূল ফটক অতিক্রম করে আদালতে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে তাদের থামিয়ে দেয়। এ সময় দুপুরের আজান হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদালত অভিমুখে ঢোকার চেষ্টা করে। আমরা তাদের বুঝিয়ে শান্ত করি। পরে তারা রাস্তায় নামাজ পড়ে।
