Logo
Logo
×

সারাদেশ

পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম

পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং হাসপাতালের নাম মুছে ফেলে নতুন করে সাইনবোর্ড টানানো হয়েছে। সেখানে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতালটির সব কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালটির উপ-পরিচালক ডা. দীপক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. দীপক কুমার দাবি করে বলেন, যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় করে থাকতে পারেন। আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারেন সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারব।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম