Logo
Logo
×

সারাদেশ

বিজয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীকে কোপাল ছাত্রলীগ কর্মী

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

বিজয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীকে কোপাল ছাত্রলীগ কর্মী

টাঙ্গাইলের দেলদুয়ারে বিজয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী (পুটিয়াজানী) গ্রামে ঘটেছে ঘটনাটি।

ঘটনার শিকার শিক্ষার্থী শুভকী গ্রামের হাফেজ মো. আলাউদ্দিন ওই গ্রামের আব্দুল কাদের জিলানির ছেলে এবং মাদ্রাসা শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ মিয়া জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে মঙ্গলবার স্থানীয় শিক্ষার্থীরা বিজয় মিছিল বের করে। ওই মিছিলে হাফেজ আলাউদ্দিন অংশ নিয়েছিলেন। এতে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী ঠান্ডু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গ্রামের রাস্তায় আলাউদ্দিনকে একা পেয়ে ধারাল অস্ত্র দ্বারা কোপায়। এতে পিঠে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ঘটনার পর থেকে ওই ছাত্রলীগ কর্মী এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম