Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে টুঙ্গিপাড়া আ.লীগের বিক্ষোভ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম

শেখ হাসিনাকে দেশে ফেরাতে টুঙ্গিপাড়া আ.লীগের বিক্ষোভ

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আওয়ামী কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি পাটগাতি বাসস্ট্যান্ড ও বাজার হয়ে একই স্থানে ফিরে আসে। পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদির সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন।

বিক্ষোভ সমাবেশ উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে অন্তত ১৫ হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। 

বিক্ষোভকারীরা এ সময়- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

এর আগে ওই পাঁচ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে সমবেত হয়। 

শপথ বাক্যে তারা উল্লেখ করেন- টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সামনে রেখে আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনব ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবে না। আমি আরও শপথ করছি যে, তার ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নেব। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমি এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধি সৌধ ছুঁয়ে করছি। আমাদের এই শপথ মহান রাব্বুল আলামিন কবুল করুক।

পরে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সে বেদির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদ বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

গোপালগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম