১১ দফা দাবিতে গাইবান্ধায় পুলিশের কর্মবিরতি, বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
১১ দফা দাবিতে গাইবান্ধায় কর্মবিরতি পালন করছেন গাইবান্ধা জেলায় কর্মরত অধস্তন পুলিশ সদস্যরা। বুধবার রাত ৯টায় জেলা পুলিশ লাইনসে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেন পুলিশ লাইনসে কর্মরত পুলিশের অধস্তন সদস্যরা।
এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে অধস্তন পুলিশ সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। এ সময় পুলিশ সুপার মো. কামাল হোসেনসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, তাদের এ দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন অধস্তন পুলিশ কর্মকর্তারা।
