দলের নেতাকর্মী অপরাধ করলে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা: রিতা
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজ খান রিতা বলেছেন, আমরা ১৭ বছর কথা বলতে পারিনি, দেশের সন্তানরাই এবার দেশ স্বাধীন করেছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিলে আপনারা নিজ নিজ এলাকায় পাহারা বসান। কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। কোনো অপরাধ দেখলে ভিডিও করে রাখবেন। দলীয় কেউ হলেও আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারে, দরগ্রামে, সদর উপজেলার গড়পাড়াসহ বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সব ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, লুটপাট, হামলা বন্ধসহ জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুরো জেলাব্যাপী ব্যাপক গণসংযোগ, মন্দির ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন আফরোজ খান রিতাসহ বিএনপির নেতারা।
এর আগে বুধবার বিকালে মানিকগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বণিক সমিতি ও মন্দির পরিদর্শন করেন আফরোজ খান রিতা।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়কে কলঙ্কিত করতে ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরাজিত স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপর রয়েছে। তারাই বিভিন্ন স্থানে লুটপাট-ভাঙচুর করে যাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনীকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। এছাড়া যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে বা দলের নেতাকর্মী কোনো অপরাধে জড়িত হয় তবে তাদের দল হতে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল হাসান প্রমুখ।
