Logo
Logo
×

সারাদেশ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩০ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ শাখা ছাত্রদল আহবায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব সাইমন আকন্দ লিমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, চৌধুরী দীপু, আব্দুল বারী হীরা, জাপান ভূঁইয়া, শাকিল আকন্দ, তামিম আকন্দ, সাব্বির আহমেদ, উজ্জ্বল আকন্দ, নাদিম প্রমুখ।

এছাড়াও উপজেলা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম