Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর সিটির প্রশাসকের দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি 

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম

গাজীপুর সিটির প্রশাসকের দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর ভবনের মেয়র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর সিটি করপোরেশনের সব আঞ্চলিক অফিস ও নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। 

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে সাবিরুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হচ্ছে নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করা। জনগণের করের টাকা দিয়ে বেতন হয়, তাই জনগণের হক আদায় করতে হবে। নতুবা পরকালে জবাবদিহি করতে হবে। 

অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গাসিক প্রশাসনের দায়িত্ব নিয়েছি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সঠিক কাজটাই করতে হবে। কোনোভাবেই সামান্য কারণ দেখিয়ে কোন কোম্পানির ট্রেড-লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে না। দেশকে এই কঠিন অবস্থা থেকে বহির্বিশ্বে গৌরবের উচ্চ শিখর নিয়ে যেতে হবে। 

সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুএকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং হবে। পরে বিস্তারিত বলা যাবে।

তিনি মিডিয়ার উদ্দেশে বলেন, অনিয়ম-দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্টভাবে রিপোর্ট করবেন, আমি ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীব বসাক, নির্বাহী প্রকৌশলী লেহাজউদ্দিনসহ সিটির ৮ টি আঞ্চলিক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। 

উল্লেখ্য রোববার জনপ্রশাসনের অধ্যাদেশে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের অপসারণ পর মঙ্গলবার দুপুরে দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।  
 

গাজীপুর সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম