কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০১:৫৬ পিএম
নিহত সাজ্জাত খন্দকার। ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাত খন্দকার (১৭) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান।
পরিবার ও থানাসূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা পশ্চিমপাড়া গ্রামের আবদুস সাত্তার খন্দকারের সঙ্গে পাশাপাশি বাড়ির শরাফত আলী গংদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত ২২ আগস্ট দুপুরে সাজ্জত খন্দকার ও তার বন্ধু সাগরকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতের অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।
সাজ্জাত খন্দকার ২৯ আগস্ট বিকালে চিকিৎসাধীন মারা যান। অপরদিকে সাগর চিকিৎসাধীন রয়েছে। সাজ্জাত চান্দলা গ্রামের সাত্তার খন্দকারের ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ বলেন, কয়েক দিন আগে পারিবারিক কলহের জেরে সাজ্জাতকে পিটিয়ে আহত করে। আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা মারা যান তিনি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
