Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নির্ধারিত সময়ে ৬০টি আগ্নেয়াস্ত্র জমা হয়নি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

বগুড়ায় নির্ধারিত সময়ে ৬০টি আগ্নেয়াস্ত্র জমা হয়নি

ফাইল ছবি

বগুড়ায় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে লাইসেন্সভুক্ত বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার কথা থাকলেও ৬০ জন ব্যর্থ হয়েছেন। অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত ৩৬৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। 

বগুড়া জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স (কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতীত) স্থগিত করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ গত ৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে স্থায়ী ঠিকানার থানায় বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। এ অবস্থায় বগুড়ায় নির্ধারিত সময়ের মধ্যে ৬০ জন অস্ত্র জমা দেননি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ জানান, শুক্রবার বিকাল পর্যন্ত উল্লিখিত সংখ্যার ৬০টি আগ্নেয়াস্ত্র জমাদানের তথ্য পাওয়া যায়নি। ওই সব অস্ত্র নিজ জেলার অন্য থানায় বা দেশের অন্যান্য জেলার থানায় জমা দেওয়া না হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে। এছাড়া অস্ত্রের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া নির্ধারিত সময় ৬০টি আগ্নেয়াস্ত্র জমা হয়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম