Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ এএম

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ  (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত  হয়েছেন। 

রোববার গভীর রাতে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এই ঘটনা ঘটে। 

নিহত জয়ন্ত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংয়ের ছেলে। এ সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন জয়ন্ত কুমার সিংয়ের বাবা মহাদেব কুমার সিংহ ও নিটল ডোবা  গ্রামের দরবার আলী (৩১)। 

স্থানীয়রা জানান, দালাল গোষ্ঠীর মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। 

এতে ঘটনাস্থলে জয়ন্ত কুমার নিহত হন।  আর তার বাবা মহাদেব কুমার সিংহ ও পাশের গ্রামের দরবার আলী আহত হন। তাদের উদ্ধার করে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। 

বালিয়াডাঙ্গী থানা ওসি ফিরোজ কবির জানান, এ ঘটনা আমি শুনেছি।

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম