Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে ২ শিশুর মৃত্যু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ এএম

কাপ্তাই হ্রদে ২ শিশুর মৃত্যু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শহরের টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো- ওই এলাকার রুপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা এবং সুভাষ চাকমার মেয়ে এস্টেলিনা চাকমা। এ দুই শিশুর উভয়ের বয়স চার বছর বলে জানা গেছে। হাসপাতাল ও স্থানীয়রা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ওই দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর পায়ের জুতা পানিতে ভাসতে দেখেন। এতে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হ্রদের পানি থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওক আকবর খান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশু মারা গেছে।

রাঙামাটি শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম