Logo
Logo
×

সারাদেশ

একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী, সবাই সুস্থ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী, সবাই সুস্থ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী মেরিনা খাতুন। বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকরা সবাই সুস্থ আছে বলে চিকিৎসকরা জানান।

মেরিনা খাতুন (৩৫) নামের এই নারীর বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার স্বামী আব্দুল মজিদ মালোয়েশিয়া প্রবাসী। মেরিনা খাতুন ও তার নবজাতক সন্তানেরা বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে তার সঙ্গে আছেন মামা নয়ন বাবু। তিনি জানান, মেরিনার আরও দুটি মেয়ে আছে। বড় মেয়েটির বয়স ১৪, ছোটটির বয়স ১১। এবার তারা পরীক্ষা-নিরীক্ষার পর আগে থেকে তিনটি বাচ্চা হবে বলে জানতেন। মঙ্গলবার প্রসব বেদনা উঠলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তারা নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। তারপর একে একে পাঁচটি ছেলে বাচ্চা হওয়ার পরে তারা অবাক হয়ে যান।

হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রোকেয়া খাতুন জানান, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির ওজন এক কেজি ৩০০ গ্রাম করে ও দুইটির ওজন এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম