Logo
Logo
×

সারাদেশ

বিআরটিএর মাঠ থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ এএম

বিআরটিএর মাঠ থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানী তুরাগের দিয়াবাড়ি বিআরটিএর খোলা মাঠ থেকে হ্যারিয়ার ব্র্যান্ডের বিলাসবহুল একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা গাড়িটি রেখে গেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নতুন ওই গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান।

স্থানীয়রা জানান, কালো রঙের গাড়িটি দিনভর দিয়াবাড়ি বিআরটিএ ভবনের সামনের খালি মাঠে পড়েছিল। দীর্ঘ সময় ধরে গাড়ির আশপাশে কেউ না থাকায় মানুষজনের ভেতর সন্দেহ বাড়তে থাকে। সন্ধ্যার পরপরই ঘটনাস্থলে পুলিশের উদ্ধার টিম আসে।

ওসি মোহাম্মদ রাহাৎ খান বলেন, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

বিআরটিএ গাড়ি উদ্ধার তুরাগ ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম