Logo
Logo
×

সারাদেশ

২০ দলীয় জোটের সঙ্গে বিএনপির আঁতাত ছাড়া উপায় নেই: ড. রেদোয়ান আহমেদ

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

২০ দলীয় জোটের সঙ্গে বিএনপির আঁতাত ছাড়া উপায় নেই: ড. রেদোয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘২০ দলীয় জোটের সঙ্গে যে বিএনপি যুগপদ আন্দোলন করেছে, সেই ২০ দলীয় জোটের বিভিন্ন দলের সঙ্গে আঁতাত না করে বিএনপি কোনো দিন ক্ষমতায় বসতে পারবে না।’

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগের শতকরা ৩০ শতাংশ নেতাকর্মী কোন দিকে যাবে আপনারা বুঝেছেন। সুতরাং সেটা উপলব্ধি করে আমাদের জামাই আদর করে খাওয়াতে হবে বিএনপিকে। 

এ ছাড়া তাদের কোনো উপায় নেই। চান্দিনার বাড়েরা উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে স্থানীয় এলডিপি আয়োজিত কর্মী সমাবেশের তিনি একথা বলেন। 

সমাবেশে বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি প্রভাষক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। সাবেক ইউপি চেয়ারম্যান এলডিপি নেতা জালাল উদ্দিন কালা এতে স্বাগত বক্তৃতা করেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আঁতাত বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম