Logo
Logo
×

সারাদেশ

চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১৬

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ এএম

চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১৬

অস্ত্র

কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি তল্লাশি করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সেনাবাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার তিতাস থানা পুলিশ এ সব অস্ত্র উদ্ধার করে। এ সময় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও বহিরাগত ১৬ জনকে আটক করা হয়। অভিযানকালে ছাত্র-জনতা সাবেক চেয়ারম্যানের বাড়ির চারদিক ঘিরে রাখে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে বহিরাগতরা অস্ত্র নিয়ে অবস্থান করছেন,এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও ছাত্র-জনতার উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মামলার ১৬ জন আসামিকে আটক করা হয়।

দেশ অস্ত্র আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম