Logo
Logo
×

সারাদেশ

ধান খেতে মিলল নারীর লাশ

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

ধান খেতে মিলল নারীর লাশ

প্রতীকী ছবি

আমন ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি এক নারীর লাশ চুরকুই-রতনপুর কাঁচা রাস্তার পাশে আমন ধানের খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। 

থানার উপপরিদর্শক এরশাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে বিকালে দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


লাশ ধানখেত নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম