Logo
Logo
×

সারাদেশ

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা রাণী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনতা বাজারের পাশের চরমজিদ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘরে পূজা দেওয়ার জন্য সকালে বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রাণী। যাওয়ার পথে ধানখেতের আইলে তার বাম পায়ে সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অ্যান্টিভেনম না থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করেনি কেউ। খোঁজ নিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।

সাপের কামড় পূজার ফুল নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম