Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্ব গ্রহণ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পিএম

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ যোগদান করেছেন। 

বুধবার সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন- চৌধুরী সামীর সাকির নাফি, আশরাফুল ইসলাম সুজন, এনামুল হক সাকিব প্রমুখ। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তাকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

হবিগঞ্জের বাসিন্দা হওয়ায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলায় ফিরবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। তারা আশা করছেন, এবার উপাচার্যের কার্যালয় ঢাকায় নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, মেধাভিত্তিক ও বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। সরকার যেহেতু আমাকে মহান দায়িত্ব দিয়েছেন আমি তা ভালোভাবে পালনের চেষ্টা করব। সব শহিদ মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার যে চেতনা নিয়ে আত্মত্যাগ করেছেন আমরা তা বাস্তবায়ন করবো। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম