বন্দর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নেতা গ্রেফতার
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামের বন্দরের মুছাপুরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মঙ্গলবার এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়। ওই মামলায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়সাল কবিরকে গ্রেফতার করা হয়েছে।