Logo
Logo
×

সারাদেশ

কর্ণফুলী টানেলে এক রাতে তিন দুর্ঘটনা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

কর্ণফুলী টানেলে এক রাতে তিন দুর্ঘটনা

কর্ণফুলী টানেলে শুক্রবার রাতে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করেন।

সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরফবাহী একটি ট্রাক আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা বিচের দিকে যাচ্ছিল। তখন টানেলের ভেতর ট্রাকটির চাকা পাংচার হয়ে উলটে যায়। এতে ট্রাকের ভেতর থাকা বরফগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়। এ সময় টানেলের দায়িত্বে থাকা কর্মীরা ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।

পরে ৮টার দিকে একই স্থানে বরফের পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উলটে টানেল ওয়ালে ধাক্কা লাগে। এ সময় দু’জন আহত হন। রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং ট্রাক ও প্রাইভেটকার দুইটি দুমড়ে মুচড়ে যায়।

কর্ণফুলী টানেল এক রাত তিন দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম