Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সভায় দলের নামে চাঁদাবাজির অভিযোগ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

বিএনপির সভায় দলের নামে চাঁদাবাজির অভিযোগ

গোপালগঞ্জ-১ আসনের (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। ১৮ বছর পর শনিবার মুকসুদপুরের কালিনগর উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, সরকারি নজরুল কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সুমন। 

সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ বলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির নাম ভাঙিয়ে এলাকার লোকদের মামলা- হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। নিরীহ লোকজন ভয়ে কিছু বলতে পারছে না। 

তবে সেলিমুজ্জামান সেলিম বলেন, এ অভিযোগ সত্য নয়। 

সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ বলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির নাম ভাঙিয়ে এলাকার লোকদের মামলা- হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। নিরীহ লোকজন ভয়ে কিছু বলতে পারছেনা।  তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা , বিএনপির উপদেষ্টা মন্ডলী ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছে এলাকাবাসী।  এলাকার সার্বিক নিরাপত্তার জন্য দলের নেতা কর্মীরা বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। 

এ বিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আমার বিরুদ্ধে সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ্ যে কথা বলেছেন তা সত্য নয়। যারা অপরাধী পুলিশ তাদের গ্রেফতার করবে সেখান আমি কোন হস্তক্ষেপ করিনা। এমনকি কাউকে ছাড়ানোর তদবির করিনা।  

অভিযোগের বিষয় তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে বেনামে একটা অভিযোগ করেছে। যদি কোন নাম থাকতো তাহলে আমি তা খণ্ডন করতাম। 

বিএনপির সভা চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম