Logo
Logo
×

সারাদেশ

টাকা পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

টাকা পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন, তারা দেশপ্রেমিক হতে পারে না।

সোমবার সন্ধ্যা ৭টায় বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকালে সফল হওয়া যাবে।

ধর্ম উপদেষ্টার কাছে বিরামপুর জেলা বাস্তবায়ন ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাসহ ১০ দফা দাবি পেশ করা হলে তিনি বলেন, যৌক্তিক দাবিসমূহ সরকারের কাছে উপস্থাপন করা হবে।

মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাসচিব মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমরা।

দিনাজপুর দেশপ্রেমিক ধর্ম উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম