Logo
Logo
×

সারাদেশ

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি ভবনে শাটার লাগানোর সময় দেয়াল ধসে চাপা পড়ে দুর্ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আবু বক্কর (৪২) ও কামাল (৪০)। 

সোমবার দুপুরে কুয়াকাটা রাখাইন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর মং উসে বাবুর নির্মাণাধীন ভবনে শাটার লাগাতে আসেন। এ সময় পুরনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিমসহ দেয়াল ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

পটুয়াখালী পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম