Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতায় ফুটবল ম্যাচ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতায় ফুটবল ম্যাচ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহতদের সহযোগিতার জন্য গাইবান্ধার পলাশবাড়ীতে নারী ও পুরুষ দলের পৃথক দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু, পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির সুরুজ হক লিটন, পলাশবাড়ী উপজেলার প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমসহ অন্যরা।

খেলায় অংশগ্রহণ করে পলাশবাড়ী নারী দল ও পাঁচবিবি নারী দল; অপরদিকে পুরুষ দল পলাশবাড়ী কোচিং একাডেমি ও সৈয়দপুর দল। পলাশবাড়ী নারী দল পাঁচবিবি নারী দলকে ২-০ গোলে পরাজিত করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

গাইবান্ধা ছাত্র আন্দোলন ফুটবল ম্যাচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম