Logo
Logo
×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে বাস, গৃহবধূ নিহত

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে বাস, গৃহবধূ নিহত

গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় মিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত মিনা বেগম (৬০) ওই গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথের সাথী পরিবহণের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলেই মারা যান।

ওসি কামাল হোসেন বলেন, ওই নারী ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর যাত্রীবাহী বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম