Logo
Logo
×

সারাদেশ

বিএনপির মিছিল থেকে হারিয়ে যাওয়া ইলিয়াসের সন্ধান মেলেনি ১২ দিনেও

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

বিএনপির মিছিল থেকে হারিয়ে যাওয়া ইলিয়াসের সন্ধান মেলেনি ১২ দিনেও

নারায়ণগঞ্জে বিএনপির মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী ইলিয়াসের (৩২) সন্ধান মেলেনি ১২ দিনেও।

ইলিয়াস গত ৩১ অক্টোবর বিকাল ৩টায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক  সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে এলাকার লোকজনের সঙ্গে আড়াইহাজার উপজেলা সদরে মিছিলে যায়। মিছিল থেকে সবাই যার যার বাড়িতে ফিরে এলেও বাড়ি ফেরেনি ইলিয়াস।

ইলিয়াসের বাবা আবু সাঈদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ইলিয়াস  আমার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে, তার চলাফেরা স্বাভাবিক নয়। সে রাজনীতির কিছুই বুঝে না। এলাকাবাসীর সঙ্গে আমাদের কিছু না বলে মিছিলে চলে যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে টিয়া রঙের একটি গেঞ্জি ছিল। ইলিয়াসের স্থায়ী ঠিকানা হাইজাদী ইউনিয়নের হাইজাদী গ্রাম, আড়াইহাজার উপজেলা, নারায়ণগঞ্জ জেলা।

নারায়ণগঞ্জ বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম