Logo
Logo
×

সারাদেশ

ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের পির সাহেবের কাছে ঝাড়ফুঁক নিতে এসে মারা গেলেন পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ।

মঙ্গলবার সকাল ৯টার সময় উপজেলার ধাওয়া ইউনিয়নের  রাজপাশা দরবার শরীফে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ধাওয়ার বাসিন্দা মো. জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানোর সময় অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে।

স্বজন মো. আসাদুল ইসলাম জানান, তার ফুফা ফজরের পরেই এখানে হুজুরের কাছে ঝাড়ফুঁক নিতে বাড়ি থেকে রওনা দেন। আমি সংবাদ পাই আমার ফুপা হঠাৎ গাড়িতে বসেই স্ট্রোক করেন এবং পরে মারা যান।

ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম