Logo
Logo
×

সারাদেশ

ডাবল মার্ডার মামলায় আলোচিত এসপি কোহিনূর খালাস

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৪ পিএম

ডাবল মার্ডার মামলায় আলোচিত এসপি কোহিনূর খালাস

ময়মনসিংহের নান্দাইলে ২০০৪ সালের ৫ মে পৌর নির্বাচনে আচারগাঁও হাই স্কুল ভোট কেন্দ্রে  গুলিতে ২ জন নিহতের মামলায় তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া ও পৌর মেয়র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত দ্বিতীয় সাব-জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন।

এই রায়ের ফলে দেশের আলোচিত পুলিশ সুপার কোহিনূর মিয়াv দেশে ফেরা এবং চাকরিতে যোগদানের আর কোনো আইনি জটিলতা রইল না।

দীর্ঘ ২০ বছর ৬ মাস ৩ দিন আইনি লড়াইয়ের মাধ্যমে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন।

মামলাটি ইতোপূর্বে পুলিশ তিনবার চূড়ান্ত রিপোর্ট দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুধু মাত্র হয়রানির জন্য আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া পরবর্তী মামলাটি করেন। পৌর নির্বাচনি ট্রাইব্যুনালে হারার পর আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া প্রভাব খাটিয়ে মামলাটি করে। ভিকটিম সুজন ও আবু তাহেরের পরিবার কোনো মামলা করেনি।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এএইচএম খালেকুজ্জামান, আতাউর রহমান মুকুল ও এমএ হানান্ন খান এবং  রাষ্ট্রপক্ষে ছিলেন আনোয়ার আজিজ টুটুল।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম